Pathan Setu, Class 7, History All Answers / পঠন সেতু - পরিবেশ ও ইতিহাস - নমুনা প্রশ্ন উত্তর

 

পঠন সেতু - পরিবেশ ও ইতিহাস - নমুনা প্রশ্ন উত্তর
Pathan Setu, Class 7, History All Answers


pathan-setu-itigas-class-7

 অধ্যায়

প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান

নমুনা প্রশ্ন

১. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:

ক) ভারতের দুটি মহাকাব্যের নাম কী কী?

Ans. ভারতের দুটি মহাকাব্যের নাম হল রামায়ণ এবং মহাভারত

খ) রামচরিত কার লেখা?

Ans. রামচরিত সন্ধ্যাকর নন্দীর লেখা।

গ) কলহনের রাজতরঙ্গিনী থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়?

Ans. কলহনের রাজতরঙ্গিনী থেকে কাশ্মীরের কথা জানা যায়।


 ২. ঠিক বা ভুল নির্ণয় করো:

ক) মেগাস্থিনিসের ইন্ডিকা থেকে গুপ্ত যুগের ইতিহাস জানা যায়।

Ans. ভুল

(গ্রিক পর্যটক মেগাস্থিনিসের ইন্ডিকা থেকে মৌর্য যুগের ইতিহাস জানা যায়।)

খ) 'পেরিপ্লাস অফ দি ইরিথ্রিয়ান সি' নামক গ্রন্থ থেকে ভারতের সমুদ্র বাণিজ্য সম্পর্কে জানা যায়।

Ans. ঠিক


৩. শূন্যস্থান পূরণ করো:

ক) গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক প্রশস্তি থেকে তার পরিচয় ও কীর্তি কাহিনী জানা যায়।

খ) আইহোল প্রশস্তি ছিল চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর

গ) কৌটিল্যের অর্থশাস্ত্র একটি উল্লেখযোগ্য গ্রন্থ।

ঘ) সুয়ান জাং এর লেখা গ্রন্থটি হল সি-ইউ-কি


 অধ্যায়

সভ্যতার বিকাশ

নমুনা প্রশ্ন

১. এক অতি সংক্ষেপে লেখ (একটি দুটি বাক্যে):

 ক) মেহেরগড় সভ্যতাটি কোন যুগের সভ্যতা?

Ans. মেহেরগড় সভ্যতাটি তামা-পাথরের যুগের সভ্যতা।

খ) মেহেরগড় সভ্যতা কারা আবিষ্কার করেছিলেন?

Ans. ফরাসি প্রত্নতাত্ত্বিক জাঁ ফ্রঁসোয়া জারিজ ১৯৭৪ খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কার। করেন এ ব্যাপারে তাকে সাহায্য করেন রিচার্ড মেডো ।

গ) হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় দুটি নগরের নাম লেখ।

Ans. হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় দুটি নগরের নাম হল মহেঞ্জোদারো ও হরপ্পা

ঘ) হরপ্পার মানুষের জীবিকা কী ছিল?

Ans. হরপ্পার মানুষদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ এবং পশু পালন।


২. ঠিক বা ভুল নির্ণয় করো:

ক) হরপ্পা সভ্যতা ছিল গ্রামীন সভ্যতা।

Ans. ভুল

(ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতাতেই প্রথম নগর বা  শহর গড়ে উঠেছিল। তাই একে প্রথম নগরায়ন বলা হয়।)

খ) মেহেরগড় সভ্যতাটি ভারতবর্ষের রাজস্থানে অবস্থিত।

Ans. ভুল

(মেহেরগড় সভ্যতাটি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত ছিল।)

গ) মেহেরগড় সভ্যতায় সব থেকে পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে।

Ans. ঠিক

ঘ) হরপ্পা সভ্যতায় সোনা, রুপোর সন্ধান পাওয়া গেছে।

Ans. ঠিক




অধ্যায় 3 

বৈদিক সভ্যতার বিভিন্ন দিক

নমুনা প্রশ্ন

১. শূন্যস্থান পূরণ করো:


ক) বিদ শব্দের অর্থ হলো জ্ঞান

খ) আদি বৈদিক মানুষের বাসস্থান ছিল সপ্তসিন্ধু অঞ্চল।

গ) পরবর্তী বৈদিক যুগের মাটির পাত্রকে বলা  * হতো

ঘ) ভূপতি শব্দের অর্থ  গবাদি পশুর প্রভু



২. অতি সংক্ষেপে (একটি বা দুটি বাক্যে):

ক) সংহিতা বলতে কী বোঝো?


খ) পরবর্তী বৈদিক যুগে বসতি মূলত কোন অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ?


গ) বৈদিক রাজনীতিতে রাজার ভূমিকা কি ছিল ?


ঘ) বৈদিক অর্থনীতি থেকে কোন কোন পেশার কথা জানতে পারা যায় ?


ঙ) চতুরর্ণ প্রথা কি ?


চ) বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল ?



একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. বাকি চ্যাপ্টার গুলো দিন।আর পরিবেশ বিজ্ঞান টা দিন

    উত্তরমুছুন