THE VAJAYANAGAR EMPIRE
(বিজাজনগর সাম্রাজ্য)
মহম্মদ-বিন-তুগলগের শাসনকালে যখন দিল্লি সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে, ঠিক সেই সময় 1336 খ্রী: -এ দক্ষিণ ভারতের তুঙ্গাভদরা বিজয়নগর সাম্রাজ্যে-এর সূচনা করেন হরিহর ও বুক্কা নামে দুই হিন্দু ভাই মিলে।
বিজয়নগর সাম্রাজ্যে মোট 4 টি রাজবংশ শাসন করেসিল। যথা-
(১) সঙ্গম বংশ(1336-1485খ্রী:) ,
(২) সালুভ বংশ(1385-1505খ্রী:),
(৩) তুলুভ বংশ(1505-1570খ্রী:) এবং
(৪) আরবিডু বংশ(1570-1652খ্রী:)।
(১) সঙ্গম বংশ(1336-1485খ্রী:) ,
(২) সালুভ বংশ(1385-1505খ্রী:),
(৩) তুলুভ বংশ(1505-1570খ্রী:) এবং
(৪) আরবিডু বংশ(1570-1652খ্রী:)।
বিভিন্ন বিদেশি পর্যটকদের বিবরণ থেকে জানা যায়, এই সময় নিত্যপন্ন সামগ্রীর দাম সিল খুব সস্তা। সাধারণ মানুষ নানান রকমের পশু-পাখির মাংস খেতো। পর্তুগিজ পর্যটক পায়েজ ও নুনিজ এখানকার মাংস খেয়ে ভূয়সী প্রসংশা করেছেন। নারী পুরুষ সবাই গায়ে গহনা পড়তেন। তবে গরিব লোকেরা খালি গায়ে ও খালি পায়ে শুধু কোমরের নিচে কাপড় পরে দিন কাটাতো খড়ের ছাওয়া ঘরে। নারীদের যথেষ্ট সন্মান দেওয়া হতো। বহু বিদেশিগণ এখানে আসতেন হিরা ও সম্পদের লোভে।
তুলুভ বংশের রাজা রাম রায়- এর মুসলিম বিরোধী কার্যযকলাপে বিরক্ত হয়ে পার্শ্ববতী মুসলিম রাজ্যগুলো(আহ্মদনগর, বিজাপুর, গোলকন্ডা, বেরার, বিদার) সম্মিলিতভাবে বিজয়নগর সাম্রাজ্যে আক্রমণ করে।
এর ফলে তালিকটা নামক প্রান্তরে উভয় পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ হয় এবং বিজয়নগর পরাজিত হয়। এই যুদ্ধ ইতিহাসে তালিকোটা যুদ্ধ(1565খ্রী:) নামে পরিচিত। এর পর বিজয়নগর ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যায় ।।
Video link:- THE VAJAYANAGAR EMPIRE (বিজাজনগর সাম্রাজ্য)
Video link:- THE VAJAYANAGAR EMPIRE (বিজাজনগর সাম্রাজ্য)
1 মন্তব্যসমূহ
Fabulous.. it is very helpful for us.. thank you raju for this😊😊
উত্তরমুছুন