শেরশাহের শাসন ব্যবস্থার সংস্কার

 

1540 সালে শের শাহ সুরি দিল্লির সিংহাসনে বসে বেশ কিছু সংস্কারমূলক কাজ করেন। ভূমি রাজস্ব, শুল্ক, যোগাযোগ, বিচার ও সামরিক ব্যবস্থার সংস্কার করেন তিনি।

শেরশাহের শাসন ব্যবস্থার সংস্কার


 শের খান ছিলেন একজন আফগান নেতা। বিহারে তার প্রভাব লক্ষণীয় ছিল। মোঘল বাদশাহ হুমায়ুনকে তিনি পরপর দুটি যুদ্ধে পরাজিত করেছিলেন।

1529 সালে বিহারের চৌসার যুদ্ধ। এবং 1540 সালে কৌনজ এর কাছে বিলগ্রামের যুদ্ধ। এই যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন দিল্লি ছেড়ে পারস্যে পালিয়ে যান।

এই সময়ে শের খান, 'শাহ' উপাধি গ্রহণ করে দিল্লি-আগ্রার সম্রাট হন।

প্রশ্ন:- শেরশাহের সংস্কার গুলি সংক্ষেপে লেখ।

1540 সালে শেরশাহ দিল্লির সিংহাসনে বসে বেশ কিছু সংস্কারমূলক কাজ করেন।

ভূমি রাজস্ব, শুল্ক, যোগাযোগ, বিচার ও সামরিক ব্যবস্থার সংস্কার করেন তিনি।


শেরশাহের ভূমি রাজস্ব সংস্কার:-

শেরশাহ কৃষককে পাট্টা দিয়েছিলেন। এই পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকত। তার বদলে কৃষক রাজস্ব দেওয়ার কথা কবুল করে কবুলীয়ত নামে অন্য একটি দলিল সম্রাটকে দিত।


সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি:-

শেরশাহ ভারতের বেশ কয়েকটি বড় বড় রাস্তা তৈরি করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য সড়ক-ই আজম। যা বাংলার সোনারগাঁও থেকে উত্তর-পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত ছিল। এর দৈর্ঘ্য ছিল প্রায় 2400 কিলোমিটার।

এই রাস্তাটি বর্তমানে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে খ্যাত।


Read More: মোহাম্মদ বিন-তুগলাকে পাগলা রাজা বলা হয় কেন ??


সরাইখানা:-

পথিক এবং বণিকদের সুবিধার জন্য তিনি রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা (পথিকদের আরাম করার জায়গা) তৈরি করেছিলেন।


ডাক-যোগাযোগ ব্যবস্থা:-

শেরখান ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ  ব্যবস্থার উন্নতি ঘটিয়েছিলেন।


মুদ্রা-ব্যবস্থার সংস্কার:-

শেরশাহ বাণিজ্যের সুবিধার জন্য নতুন রুপা ও তামার মুদ্রা চালু করেন। রুপার মুদ্রার নাম  রুপি। এবং তামার মুদ্রার নাম দিয়েছিলেন দাম

তিনি আমদানি-রপ্তানিতে শুল্ক-ছাড় দিয়েছিলেন। তিনি অভ্যন্তরীণ বাণিজ্য শুল্ক তুলে দেন।


সামরিকব্যবস্থা:-

শেরশাহ তার সেনাবাহিনীতে অশ্বারোহীর, পদাতিক সেনা এবং হস্তী বাহিনীর উন্নতি ঘটান।

সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখতে 'দাগ' ও 'হুলিয়া' ব্যবস্থা চালু করেন। 

দাগ অর্থাৎ সেনাবাহিনীর ঘোরাগুলির গায়ে চিহ্নিত করা।

হুলিয়া ছিল সেনাদের দৈহিক বর্ণনামূলক তালিকা।


Read More: রবীন্দ্রনাথ ঠাকুর

একটি মন্তব্য পোস্ট করুন

14 মন্তব্যসমূহ

  1. নামহীন০১ জুন

    Thank you forever ❤️

    উত্তরমুছুন
  2. নামহীন২৮ জুন

    খুব ভালো লাগল

    উত্তরমুছুন
  3. নামহীন০২ মে

    এটা খুবই ভালো। এটা আমার ইতিহাসের project a কাজে লেগেছে, ধন্যবাদ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. নামহীন২৪ এপ্রিল

      তুই কি পাগল আছিস তোর মত পাগল আমি জীবনে দেখিনি এটা শুধু প্রজেক্টটা কাজে লাগবে এটা সব জায়গাতে কাজে লাগবে অনেক প্রশ্ন ধরেছিল সেই প্রশ্নতে এই প্রশ্নটাও ছিল আমি যদি এই অ্যাপ থেকে না পড়ে যেতাম তাহলে আমি পারতামই না আমার আমি পুরো ফেল করে যেতাম

      মুছুন
  4. নামহীন২৩ মে

    খুব ভালো

    উত্তরমুছুন
  5. নামহীন১৯ জুন

    Thank you Google

    উত্তরমুছুন
  6. নামহীন১৯ জুন

    Thank you Google

    উত্তরমুছুন
  7. উপসংহার অংশ টা পেলে ভালো হতো

    উত্তরমুছুন
  8. এটা আমার পরিক্ষার কাজে লেগেছে

    উত্তরমুছুন
  9. Thank you.👍 Ata amar onek boro upokar korlo

    উত্তরমুছুন