পঠন সেতু (Pathan Setu) - Class 8 - পরিবেশ ও ভূগোল - নমুনা প্রশ্ন উত্তর
- পরিবেশ ও ইতিহাস
- পরিবেশ ও ভূগোল
- পরিবেশ ও বিজ্ঞান
১ অধ্যায়
পৃথিবীর গভীরে খোঁজখবর
নমুনা প্রশ্নপত্র
১. বিকল্পগুলি সঠিক উত্তর নির্বাচন করে লেখো :
১.১ অন্ত:কেন্দ্রমন্ডল ও বহি:কেন্দ্রমন্ডলের মাঝের বিযুক্তি যাঁর নামে চিহ্নিত তিনি হলেন - (ক) কনরাড (খ) মোহো (গ) লেহম্যান (ঘ) গুটেনবার্গ।
Ans. (গ) লেহম্যান বিযুক্তিরেখা।
১.২ মহাসাগরীয় ভূত্বক হলো - (ক) Sial (খ) Sima (গ) Crofesima (ঘ) Nifesima .
Ans. (খ) Sima
২.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :
২.১.১ পৃথিবীর ভেতরের অবস্থা জানা গেছে ভূমিকম্প তরঙ্গ বিশ্লেষণের মাধ্যমে ৷
২.১.২ লোহা সবথেকে বেশি আছে পৃথিবীর কেন্দ্র মন্ডলে ৷
২.২ বাক্যটির সত্য হলে ' ঠিক ' এবং অসত্য হলে ' ভুল ' লেখো :
২.২.১ বহিঃকেন্দ্রমন্ডল অর্ধতরল অবস্থায় আছে ৷
Ans. ভূল ৷
২.২.২ পৃথিবীর অভ্যন্তরে প্রধান স্তর তিনটি ৷
Ans. ঠিক।
২.৩ ' ক ' স্তম্ভের সঙ্গে ' খ ' স্তম্ভ মেলাও :
Ans.
ক স্তম্ভ | খ স্তম্ভ |
---|---|
২.৩.১ M বিযুক্তি | ৪. বিজ্ঞানী আন্দ্রেয়া মোহোরোভিসিক |
২.৩. ২ ভূত্বক | ১.মহাদেশ ও মহাসাগর |
২.৩.৩ পৃথিবীর চৌম্বকত্ব | ২. বহি:কেন্দ্রমন্ডল |
২.৩.৪ সিলিকন | ৩. Sial + Sima |
২.৪ একটি বা দুটি শব্দের উত্তর দাও :
২.৪.১ পৃথিবীর সবচেয়ে অভ্যন্তরের স্তর কোনটি ?
Ans. পৃথিবীর সবচেয়ে অভ্যন্তরের স্তর অন্তকেন্দ্রমন্ডল ৷
২.৪.২ পৃথিবীর গভীরতা কত কিলোমিটার ?
উঃ পৃথিবীর গভীরতা ৬৩৭০ কিলোমিটার ৷
৩.নিচের প্রশ্নটির উত্তর দাও :
৩.১ বিযুক্তি বলতে কি বোঝো ? একটি উদাহরণ দাও।
Ans.
৪. নিচের প্রশ্নগুলির উত্তর দাও :
৪.১ ভূত্বক ও শিলামন্ডলের মধ্যে পার্থক্য লেখো ৷
Ans.
ভূত্বক | শিলামন্ডলের |
---|---|
row1 col 1 | row1 col 2 |
row2 col 1 | row2 col 2 |
row3 col 1 | row3 col 2 |
row4 col 1 | row4 col 2 |
৪.২ উপাদানের ভিত্তিতে পৃথিবীর অভ্যন্তরের একটি চিহ্নিত চিত্র আঁকো ৷
Ans.
২ অধ্যায়
মহাদেশের নাড়াচাড়া
নমুনা প্রশ্নপত্র
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো :
১.১ মহাদেশ সঞ্চরন তত্ত্ব প্রস্তাব করেন যে , তার নাম - (ক) ওয়েগনার (খ) হেস
(গ) উইলসন (ঘ) মর্গ্যান
Ans. (ক) ওয়েগনার।
২.নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও :
২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :
২.১.১ পাত সঞ্চারনের ফলে সৃষ্ট একটি ভঙ্গিল পর্বতমালার উদাহরণ হলো হিমালয় পর্বত ৷
২.২ বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো :
২.২.১ সমুদ্রের মেঝেগুলি যে চলমান অবস্থায় আছে, তা প্রথম বলেন বিজ্ঞানী হ্যারি হেস ৷ Ans. ঠিক ৷
২.৩ একটি বা দুটি শব্দ উত্তর দাও :
২.৩.১ বিজ্ঞানী ওয়েগনার কত সালে তাঁর মহাদেশ সঞ্চারন তত্ত্বটি প্রস্তাব করেন ?
Ans. বিজ্ঞানী ওয়েগনার ১৯১২ সালে তাঁর মহাদেশ সঞ্চারন তত্ত্বটি প্রস্তাব করেন ৷
৩. নিচের প্রশ্নগুলির উত্তর দাও :
৩.১ পাত কাকে বলে ?
Ans.
৩.২ পাত সীমানা বরাবর তিনপ্রকার সংঘর্ষের ধরন ব্যাখ্যা করো ?
Ans.
৪. নিচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ পাত সঞ্চারন তত্ত্বের মূল ভাবনাটি সংক্ষেপে লেখো ৷
Ans.
৩ অধ্যায়
শিলার প্রাথমিক পরিচয়
নমুনা প্রশ্নপত্র
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো :
১.১ এক বা একাধিক মৌলিক পদার্থ মিলে তৈরি হয় - (ক) খনিজ (খ) শিলা (গ) মাটি (ঘ)মৌল ৷
Ans. (ক) খনিজ
১.২ আগ্নেয় শিলার উদাহরণ হলো - (ক) বেলেপাথর (খ) চুনাপাথর (গ) মার্বেল (ঘ) ব্যাসল্ট ৷
Ans. (ঘ) ব্যাসল্ট
২.নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও :
২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :
২.১.১ লাভা জমাটবদ্ধ হয়ে আগ্নেয় শিলা তৈরি হয় ৷
২.১.২ বালি প্রধানত সিলিকন দ্বারা গঠিত ৷
২.২বাক্যটির সত্য 'ঠিক' এবং অসত্য হলে 'ভুল' লেখো :
২.১.১তাজমহল তৈরি হয়েছে মার্বেল শিলা দিয়ে ৷
Ans. ঠিক ৷
২.১.২ সিলিকন একপ্রকার মৌল ৷
Ans. ঠিক ৷
২.৩ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও :
Ans.
'ক' স্তম্ভ | 'খ' স্তম্ভ |
---|---|
২.৩.১ চক খড়ি | ৩. ক্যালসাইট |
২.৩.২ গ্রানাইট | ৪. আগ্নেয় শিলা |
২.৩.৩ গাঙ্গেয় সমভূমি | ১. পলিমাটি |
২.৩.৪ স্লেট | ২.রূপান্তরিত শিলা |
২.৪ একটি বা দুটি শব্দের উত্তর দাও :
২.৪.১ প্রাথমিক শিলা কাকে বলে ?
Ans. যখন ম্যাগমা বা ভূপৃষ্ঠের লাভার রূপে বেরিয়ে এসে বা ভূগর্ভেই কঠিন হয়ে জমাটবদ্ধ হয়ে যে শিলা তৈরি হয়, তখন তাকে বলা হয় আগ্নেয় শিলা বা প্রাথমিক শিলা।
৩ নিম্নলিখিত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য কী ?
Ans. ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপ এ গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে।
অপরদিকে, ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে বলা হয় লাভা।
৪. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
৪.১ পাললিক শিলা কীভাবে তৈরি হয় ?
Ans. পলি, বালি, কাঁকর ইত্যাদি কোন জলভাগ বা ভূপৃষ্ঠের নিচে চাপা পড়ে, ভূপৃষ্ঠের চাপে এবং ভূগর্ভের তাপে কঠিন হয়ে পাললিক শিলা তৈরি হয়।
৬ ৫.নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও :
৫.১ শিলা ও খনিজের মধ্যে পার্থক্য নিরূপণ করো ৷
Ans. খনিজ কয়েকটি মৌলিক পদার্থ মিলিত হয়ে সৃষ্ট প্রাকৃতিক যৌগিক পদার্থ যার নির্দিষ্ট রাসায়নিক গঠন ও জ্যামিতিক আকৃতি আছে।
অপরদিকে, শিলা এক বা একাধিক খনিজ পদার্থ মিলিত হয়ে সৃষ্ট কঠিন পদার্থ।
নমুনা প্রশ্নপত্র ১
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো :
১.১ বহিঃকেন্দ্রমন্ডলের ভৌত অবস্থা - (ক) কঠিন (খ) তরল (গ) অর্ধতরল (ঘ) গ্যাসীয় ৷
Ans. (গ) অর্ধতরল
১.২ পৃথিবীর অভ্যন্তরের প্রধান স্তর হলো - (ক) দুটি (খ) তিনটি (গ) চারটি (ঘ) পাঁচটি ৷
Ans. (খ) তিনটি
১.৩ পাত সঞ্চারনের ফলে যে দুর্যোগ ঘটে না, তা হলো - (ক) ভূমিকম্প (খ) অগ্নুৎপাত (গ) ধ্বস (ঘ) ঘূর্ণিঝড় ৷
Ans. (ক) ভূমিকম্প
১.৪ মহাসাগরের মেঝেগুলি চলমান - এই কথা যে বিজ্ঞানী প্রথম বলেন তাঁর নাম - (ক) ওয়েগনার (খ) মর্গ্যান (গ) হেস (ঘ) উইলসন ৷
Ans. (ক) ওয়েগনার
১.৫ লাভা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় - (ক) মার্বেল (খ) ব্যাসল্ট (গ) বেলেপাথর (ঘ) শ্লেট ৷
Ans. (খ) ব্যাসল্ট
১.৬ মৃত্তিকার স্তর সঞ্চিত হয়ে তৈরি হতে পারে - (ক) খনিজ পদার্থ (খ) আগ্নেয় শিলা (গ) পাললিক শিলা (ঘ) রূপান্তরিত শিলা ৷
Ans. (গ) পাললিক শিলা
২.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :
২.১.১ সিয়াল ও সিমা কে একত্রে ভূত্বক বলে ৷
২.১.২নিকেল ও লোহা সবথেকে বেশি আছে যে স্তরে , তার নাম নিফেসিমা ৷
২.১.৩ বর্তমানে পৃথিবীতে প্রধান পাতের সংখ্যা সাতটি |
২.১.৪ মহাদেশীয় পাত - মহাসাগরীয় পাত সংঘর্ষে ভূগর্ভে প্রবেশ করে মহাসাগরীয় পাত।
২.১.৫ প্রাথমিক শিলা বলা হয় আগ্নেয় শিলাকে ৷
২.১.৬ হিরে হল একপ্রকার খনিজ |
২.১.৭ বোর্ডে যে চক দিয়ে লেখা হয় তা আসলে একপ্রকার ক্যালসাইট খনিজ |
২.২ বাক্যগুলি সত্য ঠিক এবং অসত্য হলে ভুল লেখো :
২.২.১ মহাসাগরীয় ভূত্বক সংক্ষেপে Sima নামে পরিচিত ৷
Ans. ঠিক ৷
২.২.২ ভূমিকম্প তরঙ্গ বিশ্লেষণ করে পৃথিবীর অভ্যন্তরের অবস্থা জানা গেছে ৷
Ans. ঠিক ৷
২.২.৩ দুটি পাত পাশাপাশি চলমান হলে পাত সীমান্তের প্রচুর ভূমিকম্প হবে ৷
Ans. ভুল ৷
২.২.৪ সমুদ্রের মেঝে মধ্যভাগ থেকে দুইদিকে দুই মহাদেশের দিকে সরে যাচ্ছে ৷
Ans. ঠিক ৷
২.২.৫ বালির মূল উপাদান হলো কোয়ার্টজ ৷E12F02
Ans. ঠিক ৷
২.৩ 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :
Ans.
'ক' স্তম্ভ 'খ' স্তম্ভ
২.৩.১ সকল মহাদেশের সমষ্টি ৩. প্যানজিয়া
২.৩.২ অর্ধতরল ৪. অ্যাস্থেনোস্ফিয়ার
২.৩.৩ ভূঅভ্যন্তর ১.গুটেনবার্গ বিযুক্তি
২.৩.৪ অগ্নুৎপাত ২.পাত সঞ্চরন
২.৪ একটি বা দুটি শব্দের উত্তর দাও :
২.৪.১ পৃথিবীর চৌম্বকত্বের জন্য ভূ-অভ্যন্তরের কোন স্তরটি দায়ী ?
Ans. পৃথিবীর চৌম্বকত্বের জন্য ভূ-অভ্যন্তরের বহিঃকেন্দ্রমন্ডল স্তরটি দায়ী ৷
২.৪.২ "মহাদেশ গুলি চলমান" - এই তথ্য মহাদেশ সঞ্চরনতত্ত্বের মাধ্যমে কে প্রস্তাব করেছিলেন ?
Ans. "মহাদেশ গুলি চলমান" - এই তথ্য মহাদেশ সঞ্চরনতত্ত্বের মাধ্যমে আলফ্রেড ওয়েগনার প্রস্তাব করেছিলেন৷
2.8.৩ যে পাত সীমান্ত যথেষ্ট পুরু ও মহাদেশ দিয়ে তার নাম কী ?
Ans. যে পাত সীমান্ত যথেষ্ট পুরু ও মহাদেশ দিয়ে তার নাম মহাদেশীয় পাত সীমান্ত |
২.৪.৪ তাজমহল কোন শিলা দ্বারা তৈরি ?
Ans. তাজমহল মার্বেল শিলা দ্বারা তৈরি ৷
2.৪.৫ গাঙ্গেয় সমভূমিতে কী প্রকার মৃত্তিকা পাওয়া যায় ?
Ans. গাঙ্গেয় সমভূমিতে পলি মাটি পাওয়া যায় ৷ভূগর্ভে প্রবেশ করে মহাসাগরীয় পাত ৷
৩. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ ভূত্বকে সিলিকন বেশি পরিমাণে রয়েছে কেন ?
Ans. ভূত্বকের সিলিকন বেশি পরিমাণে রয়েছে, কারণ সিলিকন তুলনামূলকভাবে অনেক হালকা। তাই রয়েছে ওপরে। আর ভারী লোহার-নিকেল তলিয়ে গেছে নিচে। পৃথিবীর গলিত অবস্থায় থাকার সময় এটা ঘটেছিল।
৩.২ পৃথিবীর চৌম্বকত্ব কীভাবে চিরতরে নষ্ট হয়ে যেতে পারে ?
Ans. যদি বহি কেন্দ্রমন্ডল ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যায়। তাহলে পৃথিবীর চুম্বকত্বের নষ্ট হয়ে যাবে।
৩.৩ পাত কাকে বলে ?
Ans. ভূ বিজ্ঞানীদের মতে পৃথিবীর ভূত্বক কতগুলি শক্ত ও কঠিন খন্ডে বিভক্ত। এগুলিকে বিজ্ঞানীরা এক একটা পাত বলেছেন।
পৃথিবীতে মোট ৭টি বড় এবং ৮টি মাঝারি এবং ২০টি ছোট পাত রয়েছে।
৩.৪ সমুদ্রের জলের নিচে অগ্নুৎপাত হয় কেন?
Ans.
৩.৫ ফেল্ডসপারের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো ৷
Ans. সাদা বা গোলাপি রঙের ফেল্ডসপার গ্রানাইট ও ব্যাসল্ট এর অন্যতম প্রধান উপাদান। সাদা রঙ্গের ফেল্ডসপার এর মূল রাসায়নিক উপাদান সোডিয়াম। আর গোলাপি রঙের ফেল্ডসপার এর মূল উপাদান হলো পটাশিয়াম। সিরামিক শিল্প ও কাঁচ তৈরিতে ফেল্ডসপার ব্যবহার করা হয়।
৪. নিচের প্রশ্নগুলির উত্তর দাও :
৪.১ ভূত্বক ও শিলামন্ডলের মধ্যে পার্থক্য ছবি সহ ব্যাখ্যা করো ৷
Ans. মহাদেশীয় ত্বক (SIAL) ও মহাসাগরীয় ত্বক (SIMA) এর মিলিত নাম।
অন্যদিকে, পৃথিবীর ওপরের কঠিন অংশ যা SIAL, SIMA ও ঊর্ধ্ব গুরুমন্ডল বা CROFESIMA এর কঠিন অংশ এর মিলিত নাম। এর গভীরতা প্রায় 100 কিমি।
৪.২ পৃথিবীর অভ্যন্তরে পদার্থের অবস্থা খানিকটা প্লাজমার মতো কেন ?
Ans. পৃথিবীর অভ্যন্তরের পদার্থের অবস্থা খানিকটা প্লাজার মতো। কারণ, পৃথিবীর গভীরে গেলে তাপমাত্রা যেমন বৃদ্ধি পায় তেমন চাপ বাড়তে থাকে। ফলে চাপে পদার্থ জমাট বাঁধতে চাইলেও তাপের জন্য তা জমাট বাঁধতে পারেনা। এইভাবে অধিকচাপ ও তাপের প্রভাবে পদার্থ প্লাজমার মত অবস্থা ধারণ করে।
৪.৩ ওয়েগনার মহাদেশ সঞ্চরনের যেসব প্রমান দিয়েছিলেন তার মধ্যে তিনটি সংক্ষেপে বিশ্লেষন করো ৷
Ans.
৪.৪ মহাদেশীয় পাতসীমানা ও মহাসাগরীয় পাতসীমানার মধ্যে পার্থক্য লেখো ?
Ans. মহাদেশীয় পাত সীমানার মহাদেশীয় ভূত্বক নিয়ে গঠিত, যথেষ্ট পুরু, কিন্তু হালকা।
অপরদিকে, মহাসাগরীয় পাত সীমানা মহাসাগরীয় ভূত্বক নিয়ে গঠিত, যথেষ্ট পাতলা, কিন্তু ভারী।
8.৫ খনিজ ও মৌলিক পদার্থের মধ্যে পার্থক্য কী ?
*Ans. কয়েকটি মৌলিক পদার্থ মিলিত হয়ে সৃষ্টি প্রাকৃতিক যৌগিক পদার্থ যার নির্দিষ্ট রাসায়নিক গঠন ও জ্যামিতিক আকৃতি থাকে তাকে খনিজ বলে।
৪.৬ শিলা কয় প্রকার ও কি কি প্রত্যেকটির একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো ৷
Ans. সৃষ্টি আর বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শীলাকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। যথা-
1.আগ্নেয় শিলা
এই শিলা শক্ত ও ভারি, ঘনত্ব খুব বেশি।
2. পাললিক শিলা
এই শিলার স্তরায়ন এবং কাদার চির খাওয়া দাগ লক্ষ্য করা যায়। একমাত্র এই শিলায় জীবাশ্ম দেখা যায়।
3. রূপান্তরিত শিলা
রূপান্তরিত শিলা রূপান্তরের ফলে আগনিয় ও পাললিক শিলার তুলনায় অনেক বেশি শক্ত কঠিন হয়।
৫. নিচের প্রশ্নগুলির উত্তর দাও :
৫.১ভৌত অবস্থার ভিত্তিতে পৃথিবীর ভূঅভ্যন্তরের গঠন একটি চিহ্নিত চিত্রসহ বর্ণনা করো ৷
Ans.
৫.২ পাত সঞ্চরনের ফলে কত প্রকার সংঘর্ষ হতে পারে - চিহ্নিত চিত্র এঁকে বিশ্লেষণ করো ৷
Ans.
৫.৩ পাত সঞ্চরনের মূল ভাবনাটি সংক্ষেপে আলোচনা করো ৷
Ans.
0 মন্তব্যসমূহ